স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জানুয়ারি: ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার রাজধানীর অরুন্ধতীনগর পুলিশ গ্রাউন্ডে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি এইদিন এক সচেতনতা মূলক বাইক র্যা লি আয়োজন করা হয়। বাইক র্যাতলিতে পাচ শতাধিক বাইক অংশগ্রহণ করে। এইদিনের মেগা রক্তদান শিবিরে বহু পুলিশ কর্মী ও তাদের পরিবারের লোকজন স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে।
এই মেগা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এক সাক্ষাৎকারে জানান পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে জনগণের সাথে পুলিশ নিবির সম্পর্ক স্থাপনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি সামাজিক কর্মসূচি আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন মেগা রক্তদান শিবির ও বাইক র্যা লির আয়োজন করা হয়েছে। বাইক র্যােলিতে পাচ শতাধিক বাইক অংশগ্রহণ করেছে। বাইক র্যাইলির মাধ্যমে পুলিশ কর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশের কাজ কর্মের বিষয়ে অবগত করবে। পাশাপাশি এইদিনের রক্তদান শিবিরে তিন শতাধিক রক্তদাতা রক্তদান করবে বলে জানান তিনি।