স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জানুয়ারি : দুর্নীতির অভিযোগ। এবার রাস্তা নির্মাণে বড়সড় কারচুপির অভিযোগ করমছড়া বিধানসভার অন্তর্গত ধুমাছড়া থেকে কয়ারাম পাড়া হাপুংরাজার রাস্তা। এই রাস্তার নির্মাণ নিয়ে শুরুতেই অভিযোগ করছেন স্থানীয় জনগণ।
এলাকাবাসীর অভিযোগ, ৪৮ বিধানসভার অন্তর্গত ধুমাছড়া থেকে কয়ারাম পাড়া হাপুংরাজা যাওয়ার রাস্তাটি কাজ সম্পূর্ণ হচ্ছে অতি নিম্মমানের। এই কাজটির দেখাশুনার দায়িত্বে রয়েছে মনু পূর্ত দপ্তর কাজটির ঠিকাদারের দায়িত্বে রয়েছে ঠিকাদার রাজীব প্রসাদ।
তিনি এলাকার জনগণের কাছে বড় মাপের ঠিকাদার নামেও পরিচিত। শুধু এই কাজ নয় লংতরাইভ্যালী এলাকায় বিভিন্ন জায়গায় এই ধরনের দুই নম্বরী কাজের হিরিক পড়েছে। সরকারী অর্থকে আদ্য শ্রাদ্ধ করে এলাকার নিগো মাফিয়ারা দিনের পর দিন মাথাচাড়া দিয়ে উঠছে বলে লংতরাইভ্যালীতে বসবাসকারী সকল এলাকাবাসীর অভিযোগ। এখন দেখার বিষয় পূর্ত দপ্তর এই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে কিনা। নাকি রাষ্ট্রবাদী ঠিকাদারের সঙ্গ দেন পূর্ত দপ্তরের আধিকারিকরা?