স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জানুয়ারি : চুরি হয়ে যাওয়া একটি মোটর বাইক যাত্রাপুর থানার পুলিশ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল রবিবার। বাইকটি পেয়ে মালিক অত্যান্ত খুশি। ঘটনার বিবরণে জানা যায় বাইকের মালিক মৃতজিত দাস নলছড় জুমেরঢেবা পঞ্চায়েত এলাকার বাসিন্দা। গত ১১ ই জানুয়ারি বাইকটি বৈরাগী বাজারে তালা দিয়ে রেখে সে আগরতলা গিয়েছিল।
আগরতলা থেকে এসে দেখে বাইক নেই। পরে বাইক চালক মেলাঘর থানায় এসে বাইক চোরের অভিযোগ জানান। সেই মোতাবেক যাত্রাপুর থানায় ও সীমান্ত এলাকায় বিএসএফকে সতর্ক ছিল। গত ১৬ জানুয়ারি যাত্রাপুর থানার সীমান্ত এলাকার নিউ নিদয়া বিএসএফ ক্যাম্পের জোয়ানরা দুর্লভপুর গ্রামের একেবারে সীমান্ত কাঁটাতারের পাশেই দেখতে পায় একটি বাইক পড়ে আছে। তখনই সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানায় পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় যাত্রাপুর থানার পুলিশ এবং টি এস আর জোয়ান খবর নিয়ে জানতে পারে বাইকটি চুরি হয়েছিল। বাইকের নম্বর TRO -G -8489। রবিবার মালিকের হাতে বাইকটি তুলে দেওয়া হয়।