স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জানুয়ারি : মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে বড়সড় দুর্নীতি খবরের শীর্ষ স্থান দখল করেছে। মুখে মুখে উন্নয়ন, বাস্তবে উন্নয়নের করুণ দৃশ্য উঠে এসেছে জোলাইবাড়ী ব্লকের মাধ্যমে। বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম জুলাই বাড়ি ব্লকের অন্তর্গত মানুষের কাছে পৌঁছায় নেই। লোকজন সঠিক পরিষেবা না পাওয়ার পেছনে কি কারন রয়েছে তা তদন্ত করার পর জানা গেছে যে সকল কাজের দায়িত্ব জোলাইবাড়ী ব্লকের ইঞ্জীনিয়ার বিমল দাসকে দেওয়া হয়েছে তিনি কাজগুলি না করেই সরকারি অর্থ হাতিয়ে নিয়েছেন। যার ফলে সরকারি উন্নয়নমূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত হয়নি।
গত ১০ ই জানুয়ারী জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস ভট্টচার্য্য অর্থ নয় ছয়ের অভিযোগ এনে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করেন। রবিবার এই বিষয়ে বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস সংবাদ মাধ্যমকে জানান অভিযোগ হাতে পাওয়ার পর বাইখোড়া থানায় পুলিশ মামলা গ্রহন করেছে। জানা যায় অভিযুক্ত ইঞ্জিনিয়ার বিমল দাস জোলাইবাড়ী ব্লকের অধীনে স্বদেশনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪ টি ও শ্রীকান্তবাড়ী এডিসি ভিলেজে ৩ টি গরুর সেড ঘর নির্মান না করে অর্থ নয় করেছেন। এই সাতটি কাজ থেকে মোট ৭ লক্ষ ৯১ হাজার ৬৯৯ টাকা দুর্নীতি করেছেন ইঞ্জিনিয়ার বিমল দাস। এদিকে পুলিশ মামলা নিয়ে অভিযুক্তকে আটক করতে মাঠে নেমেছে।অপরদিকে এই ধরনে আর্থিক ঘোটার অভিযোগ রয়েছে বগাফা ব্লকের এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। সেই ইঞ্জিনিয়ার দীর্ঘ অনেক বছর যাবৎ এই ব্লকে থেকে বিভিন্ন কাজে দুর্নীতি করে যাচ্ছে বলে অভিযোগ। সঠিকভাবে তদন্ত করলে আর্থিক নয় ছয়ের সততা পাওয়া যাবে। উপমহলের সহযোগিতায় দুর্নীতিগ্রস্ত ইঞ্জিনিয়ারদের জুলাই বাড়ি এবং বগাফা ব্লকের রেখে রাষ্ট্রবাদীরা মোটা অর্থ কামাই করছেন। বগাফা ব্লকের অধীনে সকল নাগরিকরা চাইছে জোলাইবাড়ী ব্লকের বিডিও এর মতো বগাফা ব্লকের বিডিও যেন বিভিন্ন কাজের তদন্ত করে সঠিক পদক্ষেপ গ্রহন করা হয়।