স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জানুয়ারি : দুই বিজেপি নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ তুলেছেন দম্পতি। ঘটনা শনিবার রাতে রাজধানীর আড়ালিয়া ঘোষপাড় এলাকায়। ঘটনায় আহত হয়েছে স্বামী, স্ত্রী সহ তাদের সন্তান। আক্রান্ত গৃহবধূর স্বামীর অভিযোগ তারা শনিবার রাতে গান্ধীগ্রাম এক আত্মীয়র বাড়ি থেকে অনুষ্ঠান সেরে ফিরছিলেন।
আড়ালিয়া ঘোষপাড়া এলাকায় আসতে রাস্তার মাঝে একটি ট্রিপার গাড়ি দাঁড় করানো ছিল। গাড়ি চালককে পাশ দেওয়ার জন্য বলেন জৈনিক ব্যক্তি। তখন ট্রিপার গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে বিজেপি নেতা বাদল ঘোষ, রাকেশ ঘোষ সহ তাদের সাঙ্গ-পাঙ্গরা। অভিযুক্তরা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ির ভেতর থেকে মহিলাকে টেনে হিঁচড়ে বের করে শ্লীলতাহানি করে, তারপর কুকর্ম করার জন্য টেনে রাস্তার পাশে জমিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্বামী বাধা দেওয়ায় অভিযুক্তরা মহিলাকে জমিতে নিয়ে যেতে পারেনি।
তারপর রাস্তায় ফেলে স্বামী-স্ত্রী এবং তাদের ছেলেকে প্রচন্ড ভাবে মারধর করে বলে অভিযোগ। তারপর আশেপাশে মানুষজন ছুটে এসে তাদের উদ্ধার করে। অভিযুক্ত দুই বিজেপি নেতার সাথে যারা ছিল তারাও রাষ্ট্রবাদী দলের আরো কিছু মাতব্বর। তারা এদিন দম্পতিকে প্রানে মারার চেষ্টাও করেছে এবং তারা গাড়িটির উপর ভাঙচুর চালানোর চেষ্টা করে। অভিযুক্তদের নাম দিয়ে পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করা হবে বলে জানান আক্রান্ত দম্পতি। ঘটনা আরো একবার মুখে চুনকালি মাখলেও রাষ্ট্রবাদী দলের। একের পর এক অপরাধমূলক ঘটনায় জড়িয়ে পড়ছে শাসক দলের নেতারা। আগরতলা শহরের বিভিন্ন অপরাধমূলক ঘটনা গত কয়েকদিন ধরে খবরের শীর্ষ স্থান দখল করছে। নিরাপত্তাহীন সাধারণ মানুষ। ঘোষপাড়া বাসী এদিন দাবি করেছে অভিযুক্তদের যাতে কঠোর শাস্তি হয়। তাদের জন্য এলাকার মহিলারা উৎকন্ঠায় দিন কাটাচ্ছে।