স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জানুয়ারি : প্রতি বছরের ন্যায় এই বছরও আগরতলা দুর্গা বাড়িতে নব গ্রহ যজ্ঞের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কাঠিয়া বাবা সদানন্দ মহারাজ, জ্যোতিষ প্রণব শেখর চৌধুরী, জ্যোতিষ স্যমল আচার্য, জ্যোতিষ বিপ্লব আচার্যী, জ্যোতিষ যাবৎ প্রসাদ ঘোষ সহ অন্যান্যরা। এই বিষয়ে পুরোহিত জানান, প্রতিবছর গ্রহ পূজার আয়োজন করা হয় দুর্গা বাড়িতে।
এই পূজার মাধ্যমে রাজ্যবাসীর মঙ্গল কামনা করা হয়। এই পূজার মূল উদ্দেশ্য হলো অনেকে আর্থিক সংকটের কারণে বাড়িতে গ্রহ পূজা করতে পারে না। তারা যাতে দুর্গা বাড়িতে কম খরচে এই পূজা করতে পারে। এদিন মোট পাঁচ শতাধিক ভক্ত দূর্গা বাড়িতে অংশ নেয়।