স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৮ জানুয়ারি : ত্রিপুরা রাজ্য প্রবেশের মুখে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে ফের বিপুল পরিমাণ কফ সিরাপ আটক হয়েছে। যদিও বেশ কিছুদিন বিরতির পর অসম পুলিশের এই সাফল্য। জানা যায় শনিবার সকাল আটটা নাগাদ পশ্চিমবঙ্গ থেকে আগরতলাগামী WB65-C-2852 নম্বরের একটি লরি ট্রান্সপোর্টের খুচরো বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে অসম চুরাইবাড়ি গেটে প্রবেশ করে। তখন অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের রুটিন তল্লাশিতে গাড়িতে থাকা তিলের বস্তার ভেতরে লোকানো নেশা জাতীয় কফ সিরাপ জব্দ করা হয়। মোট কুঁড়ি কার্টুনে দু’হাজার দুইশো বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। যার কালোবাজারি মূল্য এগারো লক্ষ টাকার মত হবে বলে জানান,গেট ইনচার্জ প্রণব মিলি।
এদিকে,একান্ডে জড়িত থাকার দায়ে লরির চালক রবিউল শেখকে পুলিশ আটক করেছে।জানা গেছে ধৃত চালকের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়।ধৃত লরি চালক’কে পুলিশ আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালালে সে পুলিশের কাছে স্বীকার করে যে কলকাতা থেকে ট্রান্সপোর্টের এই খুচরো পণ্য সামগ্রী গুলো নিয়ে আগরতলার উদ্যেশ্যে যাচ্ছিল। অধিক তত্ত্ব আদায়ের জন্য অসম পুলিশ যদিও এর বেশি খোলাসা করতে চাইনি,তবে রাজধানী আগরতলার ফেন্সি মাফিয়া যে এতে জড়িত রয়েছে তা সহসেই অনুমেয়।
তবে আগরতলা হয়ে এখনো যে নেশা সামগ্ৰী অবাধে বাংলাদেশে পাচার হচ্ছে তা ফের একবার প্রমাণিত হলো।এদিকে রাজ্য সরকার কিংবা তার পুলিশ প্রশাসন রাজ্যকে নেশা মুক্তির স্লোগান দিয়ে ঢংকা বাজালেও বাস্তব কিন্তু তার উল্টো কথা বলছে।তাই রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবীরাও একই প্রশ্ন তুলছেন,যে নেশা মুক্ত করার নামে রাজ্যটাকে কি নেশা যুক্ত করা হলো?প্রশ্নটা উটাই স্বাভাবিক।