স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৮ জানুয়ারি : দুই শিক্ষা প্রতিষ্ঠানে চোরের দল হানা। নিয়ে যায় নগদ অর্থ। ঘটনা সাব্রুম হরিনা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও হরিনা দ্বাদশ বিদ্যালয়ে। শনিবার প্রাতঃ বিভাগের শিক্ষকরা বিদ্যালয়ে এসে দেখে গেইটে এবং রুম গুলোতে তালা ভাঙা। খবর দেওয়া হয় স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান এবং পুলিশ কে। পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে যায়।
হরিনা উচ্চ বালিকা বিদ্যালয়ের আলমারি থেকে মোট ৩৫ হাজার টাকা এবং হরিনা দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে ৫৫ হাজার টাকা চুরি হয় বলে জানা যায় বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে। চুরির দল দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার হার্ডডিক্স চুরি করেছে বলেও জানা গেছে। স্কুলে সিসিটিভি ক্যামেরা ছিল। এই চোরের ঘটনায় ব্যাপক তার জন্য ছড়িয়েছে গোটা এলাকায়। কিন্তু খবর লেখা পর্যন্ত চোরের টিকির নাগালো পায়নি পুলিশ।