Monday, February 10, 2025
বাড়িরাজ্য১০ জন রোহিঙ্গা আটক

১০ জন রোহিঙ্গা আটক

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৮ জানুয়ারি : গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহরের ইরানি থানার পুলিশ দশজন রোহিঙ্গা আটক করেছে! ধৃতদের শনিবার কৈলাসহর ইরানি থানার অন্তর্ভুক্ত সফরিকান্দি এলাকায় এক ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। ধৃত দশজনের মধ্যে ছয়জন প্রাপ্ত বয়স্ক মহিলা, বাকি চার জনের মধ্যে রয়েছে দেড় মাসের এক শিশু এবং এক বছর, চার বছর ও সাত বছরের তিনজন শিশু। ধৃত দশ জন গত ১৩ জানুয়ারি ট্রেনে দিয়ে হায়দ্রাবাদ রওনা দেয়।

১৬ জানুয়ারি ধর্মনগর স্টেশনে এসে পৌঁছায়। তারপর কৈলাসহরের সফরিকান্দি এলাকার এক দালাল তাদেরকে ধর্মনগর স্টেশন থেকে নিজ বাড়িতে আনে। ধৃত দশজন বাংলাদেশ যাবার জন্য ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশ্ববর্তী এলাকা সফরিকান্দি এলাকায় দুই দিন ধরে দালালের বাড়িতে অবস্থান করছিলো বলে পুলিশ জানায়। পুলিশ শনিবার দুপুরে ধৃত দশজনকেই কৈলাসহর আদালতে প্রেরণ করেছে। পুলিশ সফরিকান্দি এলাকায় গিয়ে যে বাড়ি থেকে দশজন রোহিঙ্গাকে আটক করেছে সেই বাড়ির মালিক তথা দালালকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশকে দেখে দালাল পালিয়ে যায় বলেও জানায় পুলিশ। আশ্চর্যজনক ঘটনা হলেও সত্যি যে, এরা সবাই বিগত আট বছর পূর্বে সফরিকান্দি এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে কৈলাসহরে প্রবেশ করে হায়দ্রাবাদ চলে গিয়েছিলো। বিগত আট বছর ধরে তারা হায়দ্রাবাদে অবস্থান করছিলো। সাম্প্রতিক কালে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ভারতের মেট্রো শহর গুলোতে পুলিশের অভিযান শুরু হয়। সেই অনুযায়ী হায়দ্রাবাদ শহরেও পুলিশের অভিযান শুরু হয় এবং তাতে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গারা ভয় পেয়ে ফের বাংলাদেশ যাবার জন্য কৈলাসহরে আসে। তারপরেই আটক হয় তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য