স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৮ জানুয়ারি : বিহারী এক যুবকের কাছ থেকে পূর্ব আগরতলা থানার পুলিশ আটক করল ৫ কেজি ১০০ গ্রাম শুকনো গাঁজা। ধৃত যুবকের নাম বিক্রম কুমার। শুক্রবার সন্ধ্যায় সে রাজধানীর যোগেন্দ্রনগর স্থিত এলাকায় গাঁজা নিয়ে ঘোরাফেরা করছিল।
গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে। তার কাছ থেকে আটক করা গাঁজার বাজার মূল্য হবে লক্ষাধিক টাকা। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে তার সাথে জড়িত রয়েছে একটি বড়চক্র। তারা এভাবেই রেল দিয়ে রাজ্যের বাইরে গাঁজা পাচার করে। দীর্ঘদিন ধরে তারা এই কাজে জড়িত। তাদের মধ্যে কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। দ্রুত তাদের জালে তোলা হবে। গোটা বিষয়ে তদন্ত করতে পুলিশ ধৃত যুবকের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে।