স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৮ জানুয়ারি : খোয়াই থানায় ২ ঘন্টা দায়িত্ব পালন করল স্কুলের ছাত্রছাত্রীরা। থানার ওসির চেয়ারে বসে অন্যান্য পুলিশ কর্মীদের ডিউটিতে যাওয়ার নির্দেশ দিলেন স্কুল পড়ুয়া ছাত্র। ব্যতিক্রমী এই দৃশ্য লক্ষ্য করা গেল শনিবার। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিআইজি সঞ্জয় রায় জানিয়েছেন থানার কাজকর্ম কিভাবে পরিচালনা হয় তা হাতে-কলমে অবগত করতে ছাত্র-ছাত্রীদের হাতে থানার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। শনিবার তারা দু’ঘণ্টা থানার দায়িত্ব পালন করেছে।
এ ধরনের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আগামী দিন তারা পুলিশের কাজ সম্পর্কে যেমন অবগত থাকবে, পাশাপাশি পুলিশের চাকরি করতে উৎসাহিত হবে। সমাজে অপরাধমূলক ঘটনাও হ্রাস পাবে। কেউ হাতে আইন তুলে নেবে না। ছাত্র-ছাত্রীদের এ ধরনের কর্মসূচি রাজ্যে প্রথমবার বলা চলে। এদিনের কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহিত হন। সমাজকে সঠিক দিশা দেখাতে এ ধরনের কর্মসূচি বলে মনে করছে পুলিশ প্রশাসন। এদিনের কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের খোয়াই জেলার পুলিশ সুপার রমেশ যাদব।