স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৮ জানুয়ারি : দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ও ড্রেনের সমস্যা সৃষ্টি হয় আছে রাজধানীর ১৫ নং ওয়ার্ডের হরিজন কলোনি এলাকা। স্বল্প বৃষ্টিতে এলাকার বাড়িঘরে জল জমে যায়। বিভিন্ন সময় অভিযোগ পেয়ে শনিবার পরিদর্শনে গেলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি এলাকায় গিয়ে আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পারেটর নিবাস দাস সহ স্থানীয় নেতৃত্বদের নিয়ে গোটা এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের পর মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে জানান, ১৫ নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করে তিনি লক্ষ্য করেছেন রাস্তার ড্রেনের কাজ নতুন করে করতে হবে। একই সাথে কয়েকটি রাস্তা নতুন করে সংস্কার করতে হবে। নাহলে বৃষ্টি হলে মানুষের বাড়িঘরে জল জমাট বাঁধছে। পাশাপাশি এলাকার ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস কামাক্ষা মন্দিরটি সংস্কার করতে হবে। আগামী কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এখন দেখার বিষয় কত দ্রুত এই কাজ সম্পন্ন হয়।