স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : ডঃ বি আর আম্বেদকরের ১৩২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্যোগ নেয় ত্রিপুরা তপশিলি জাতির কল্যাণ দপ্তর। বুধবার ছিল অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ভগবান দাস।
তিনি প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে বক্তব্য রেখে বলেন, ডঃ বি আর আম্বেদকর সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় ভূমিকা পালন করেছেন। সমাজের জন্য অনেক ত্যাগ করেছেন। এবং তাঁর জন্য তপশিলি অংশের মানুষ বড় বড় জায়গায় পৌঁছেছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই প্রত্যেকেরই সমাজের প্রতি নৈতিক দায়িত্ব রয়েছে। শুধু সমাজ থেকে অধিকার নিলেই চলবে না। সমাজের প্রতি দায়বদ্ধ হতে হবে। তাহলে তাঁর দেখানো দিশায় জাতপাতের উদ্ধে উঠে সমাজ এগিয়ে যাবে। এবং মজবুত সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। আর এ সমাজ ব্যবস্থায় দ্বারা ভারত গোটা বিশ্বকে দিশা দেখাবে। সে শিক্ষায় দীক্ষিত হতে হবে এবং সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে বলে জানান তিনি। ডঃ বি আর আম্বেদকর আজীবন অত্যন্ত আনন্দের সাথে কাটিয়েছেন। আগামী দিনে এমন বিশেষ ব্যক্তিত্ব সম্পর্কে আরো কিভাবে মানুষের কাছে তুলে ধরা যায় সেদিকে প্রচেষ্টা থাকবে বলে জানান মন্ত্রী ভগবান দাস। এদিনের অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়ক রেবতী মোহন দাস, পশ্চিম জেলাশাসক সহ অন্যান্যরা।