স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে সামাজিক ন্যায় পক্ষকাল কার্যক্রম। এরই অঙ্গ হিসাবে বুধবার আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষ্যে বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে যারা বর্তমান রয়েছেন তাদের বিজেপি-র উদ্যোগে সম্মাননা জ্ঞাপন করা হয়।
দেশব্যাপী চলা এই কার্যক্রমের অঙ্গ হিসাবে এদিন এলবার্ট্ এক্কা পার্কে গিয়ে শ্রদ্ধা জানান প্রদেশ বিজেপি-র সভাপতি তথা সাংসদ ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ দাস, রাজ্য সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। ১৯৭১ সালের যুদ্ধে এলবার্ট্ এক্কার নেতৃত্বে রক্ষা পায় আগরতলা শহর। তাঁর আত্ম বিলদানের কারণে এই রক্ষা মেলে। পরবর্তীতে তাঁকে পরমবীর চক্রে সম্মানিত করা হয়। দেশকে রক্ষা করা এবং স্বাধীনতার জন্য যারা বলিদান দিয়েছেন তাদের স্মরণ করে বিজেপি -র কার্যকরতারা এগিয়ে যাবে বলে জানান প্রদেশ সভাপতি তথা সাংসদ ডাঃ মানিক সাহা।