স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৬ জানুয়ারি : বর্তমানে আগরতলা শহরের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ট্রাফিক জ্যাম। কোনভাবেই ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করতে গিয়ে দেখা যায় বেকাদায় পড়তে হচ্ছে প্রশাসনিক কর্মীদের। ট্রাফিক জ্যাম বাড়ার মূলত কারণ হলো দিন দিন যানবাহনের সংখ্যা বাড়ছে। কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় চাহিদা অনুযায়ী নতুন নতুন রাস্তা নির্মাণের সুযোগ নেই। তাই বিকল্প রাস্তা হচ্ছে উড়াল পুল নির্মাণ করা।
আগরতলা শহরকে যান জট মুক্ত রাখতে রাজ্য সরকার নতুন একটি উড়াল পুল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। রাধানগর বাস স্ট্যান্ড থেকে আইজিএম হাসপাতাল চৌমুহনী পর্যন্ত এই উড়াল পোল নির্মাণ করা হবে। উড়াল পুল নির্মাণের কাজ পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে গঠন করা হয়েছে ১১ সদস্যের কমিটি। উড়াল পুল নির্মাণের জন্য ইতিমধ্যে মাটি পরীক্ষার কাজ শুরু হয়ে গেছে। রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় মাটি পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। মাটি পরীক্ষার কাজে নিযুক্ত এক কর্মী জানান উড়াল পুল নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। দুইটি জায়গায় মাটি পরীক্ষা করা হবে। বর্তমানে মাটি পরীক্ষার কাজ চলছে। রাধানগর বাস স্ট্যান্ড থেকে আইজিএম হাসপাতাল চৌমুহনী পর্যন্ত উড়াল পুল নির্মাণের সিদ্ধান্ত সময়োপযোগী তা বলার অপেক্ষা রাখে না। কারন যে ভাবে আগরতলা শহরে দিনের পর দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে আগরতলা শহরকে যান জট রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে উড়াল পুল একমাত্র আগরতলা শহরকে যানজটের হাত থেকে মুক্ত রাখতে পারে।