স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৬ জানুয়ারি : তেলিয়ামুড়া থানা এলাকায় সন্ধ্যা রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য। ঘটনা বুধবার সন্ধ্যারাতে তেলিয়ামুড়া থানা এলাকার করইলং শিশু বিহার এলাকায় ঘটে এই ঘটনা।
ঘটনার বিবরণে জানা যায়, করইলং শিশু বিহার এলাকার বাসিন্দা দুলাল সূত্রধরের বাড়িতে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে চুরির ঘটনা সংগঠিত করেছে। বাড়ির মালিক দুলাল বাবু জানান তিনি কল্যাণপুর কুঞ্জবন এলাকায় কোন এক নিকট আত্মীয়ের বাড়িতে সামাজিক অনুষ্ঠানের যোগ দিতে গিয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে কে বা কাহারা এই চুরি কাণ্ড সংগঠিত করে। পরবর্তীতে দুলাল বাবু সহ উনার পরিবারের লোকজন বাড়ি ফিরে এসে দেখতে পায় পুরো ঘর লন্ডভন্ড এবং ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘরে থাকা স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থও উধাও। পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারপর ঘটনার তদন্তে নামে।