স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৪ জানুয়ারি : ১৩ বছরের নাবালিকাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গণ ধর্ষণ করার মূল অভিযুক্তকে দক্ষিন ভারতের চেন্নাই থেকে আটক করেছে কৈলাসহর মহিলা থানার পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে তুলে পুলিশ। ধৃতের নাম তুরাব আলী। বাড়ি কৈলাসহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ জানায়, কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তুরাব আলীর নেতৃত্বে তিনজন যুবক এক অষ্টম শ্রেণির ছাত্রীকে জোর করে অপহরণ করে গণধর্ষণ করেছিল।
তারপর তুরাব আলী চেন্নাই পালিয়ে যায়। ঘটনা ২০২৪ সালের আট জানুয়ারি কৈলাসহরের মনুভ্যালী গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় নাবালিকার বাবা কৈলাসহর মহিলা থানায় তুরাব আলী, তফজ্জুল আলী এবং ফুয়েজ আলী সহ মোট তিনজন যুবকের বিরুদ্ধে মামলা করার পর পুলিশ মামলাটি রেজিষ্ট্রি করে তদন্তে নামে। পরে পুলিশ তিনজনের মধ্যে তফজ্জুল আলী এবং ফুয়েজ আলীকে পুলিশ অনেক আগেই গ্রেফতার করলেও মূল অভিযুক্ত তুরাব আলীকে কোনো অবস্থাতেই আটক করতে পারছিলো না পুলিশ। অবশেষে মোবাইল ট্রেক করে পুলিশ চেন্নাই শহরে গিয়ে তুরাব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।