স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১০ জানুয়ারি : গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সাব্রুমে। মৃতদেহটি উদ্ধার হয়েছে সাব্রুম- আগরতলা জলেফা আমতলী ব্রিজে নিচ থেকে। মৃত ব্যক্তির নাম রঞ্জিত দেবনাথ। বয়স ৫০। এ বিষয়ে সাব্রুয় হাসপাতালের চিকিৎসক জানান, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ একটি মৃতদেহ নিয়ে আসে দমকল কর্মীরা।
মৃত ব্যক্তির নাক এবং কান দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। মৃত্যুর কারণ নিয়ে এখন পর্যন্ত কোন কিছু স্পষ্ট করে বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট হবে কিভাবে মৃত্যু হয়েছে। এদিকে অন্যান্য গাড়ি চালকরা খবর পেয়ে হাসপাতাল ছুটে আসে। তারা জানান, এটা কোনভাবেই দুর্ঘটনা হতে পারে না। তাদের ধারণা খুন করা হয়েছে রঞ্জিত দেবনাথকে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করলেন তারা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারে হাতে তুলে দেওয়া হয়। মৃত ব্যক্তির বাড়ি জলেফা পঞ্চায়েত এলাকায়।