Friday, January 17, 2025
বাড়িরাজ্যরোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলন টি এস এফ -এর

রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলন টি এস এফ -এর

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১০ জানুয়ারি : শুক্রবার থেকে শুরু হয়েছে শীতকালীন বিধানসভা অধিবেশন। বিগত বছরের মত অধিবেশন শুরুর দিন টিএসএফ রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলন মুখী হলো। এদিন ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টের মান্যতা দেওয়ার দাবিতে টিএসএফ -এর পক্ষ থেকে রাজধানীর সার্কিট হাউজ স্থিত গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। মূলত দাবি ত্রিপুরা বিধানসভা অধিবেশনে যাতে জনজাতি ছাত্র সংগঠন টি এস এফ -এর রোমান স্ক্রিপ্টের দাবিটি উত্থাপন করা হয়। এবং সরকার যাতে তাদের এই দাবিতে শিলমোহর দেয়।

টিএসএফ টাউন কমিটির সভাপতি মনিষ দেববর্মা জানান, ১৯৬৮ সাল থেকে তাদের এই দাবি উত্থাপন করে আসছে সরকারের কাছে। কিন্তু সরকার ভাষা কমিশন গঠন করলেও তাদের এই দাবি মান্যতা দিচ্ছে না। সুতরাং, সরকার জনজাতিদের মাতৃভাষাকে মান্যতা দিতে ব্যর্থ বলে জানান তিনি। আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে ছাত্র-ছাত্রীদের রোমান স্ক্রিপ্টে পরীক্ষা হয় সেই দাবি তারা করে আসছে। শীতকালীন বিধানসভা অধিবেশনে যাতে বিষয়টি উত্থাপন করা হয় তার জন্য আজকে তারা দৃষ্টি আকর্ষণ করে এই বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে। পরে মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য