Friday, January 17, 2025
বাড়িরাজ্যকলেজগুলিতে শিক্ষকের ঘাটতি মেটাতে ৪০০ জনের অধিক সহকারী অধ্যাপক নিয়োগ করবে সরকার:...

কলেজগুলিতে শিক্ষকের ঘাটতি মেটাতে ৪০০ জনের অধিক সহকারী অধ্যাপক নিয়োগ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জানুয়ারি: বিভিন্ন কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এজন্য রাজ্যের কালেজগুলিতে অধ্যাপকের স্বল্পতা নিরসনের জন্য রাজ্য সরকার ২০০ জন সহকারী অধ্যাপক, ১২ জন পার্টটাইম শিক্ষক নিয়োগ সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এছাড়া আরও ২০১ জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে (TPSC) প্রস্তাব পাঠানো হয়েছে।

                              শুক্রবার ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবহিত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 

                                  মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রীও প্রফেসর  ডাঃ মানিক সাহা। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে বর্তমানে ৩১টি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে। তিনি জানান, এই সময়ে আমাদের ৩১টি সাধারণ ডিগ্রি কলেজে মোট ৭২,০০৯ জন ছাত্রছাত্রী রয়েছে। আমাদের কাছে ৭৮৭ জন পিজিটি, এসিস্ট্যান্ট প্রফেসর, এসোসিয়েট প্রফেসর ও প্রফেসর রয়েছেন। সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ঘাটতি মেটাতে আমরা ২০১ জন এসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য টিপিএসসি (ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন) -এর কাছে একটি প্রস্তাব পাঠিয়েছি। এছাড়াও রাজ্য সরকার সাধারণ ডিগ্রি কলেজগুলির জন্য আরও ২০০ জন সহকারী অধ্যাপক (এসিস্ট্যান্ট প্রফেসর) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য অর্থ দপ্তর ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া মন্ত্রিসভার যাবতীয় নিয়ম অনুসরণ করে করা হবে এবং খুব শীঘ্রই প্রক্রিয়া শুরু হবে। ক্লাশ ব্যাহত না করে ছাত্রছাত্রীদের পড়াশোনার ধারাবাহিকতা সুনিশ্চিত করার জন্য আমরা ৭১০ জন গেস্ট টিচার নিয়োগ করেছি। 

                           মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরো বলেন, ইউজিসি ২০২৩ নির্দেশিকা অনুসারে বর্তমানে বিভিন্ন স্তরের শিক্ষকগণ তাদের দায়িত্ব পালন করছেন। রাজ্যের ৬টি সাধারণ ডিগ্রি কলেজে মাস্টার্স ডিগ্রি কোর্স শুরু হয়েছে। এজন্য ১২ জন পার্টটাইম শিক্ষক নিয়োগ করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য