স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১০ জানুয়ারি : শুক্রবার আগরতলা এমবিবি বিমানবন্দরে এডভাইজার কমিটির বৈঠকে হয়। বৈঠকে পৌরহিত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেব। সংসদ বিপ্লব কুমার দেব এদিন এমবিবি বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং -এ আধিকারিকদের নিয়ে এই বৈঠক করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ ও চেয়ারপার্সন বিপ্লব কুমার দেব বলেন, দিল্লি থেকে যাত্রী সংখ্যা রাজ্যের বাড়ছে। তাই দিল্লি থেকে কিভাবে রাজ্যে সরাসরি বিমানের সংখ্যা বাড়ানো যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। এর জন্য কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দেওয়া হবে। আগে আগরতলা থেকে শিলং এবং আইজল বিমান চলাচল করতো।
মাঝখানে এগুলি বন্ধ হয়ে গেছে। কিন্তু এই বিমানগুলি চলাচল করার জন্য ব্যবস্থা আছে। তাই এ বিমান গুলি চলাচল করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সাথে বিমানবন্দরে যাত্রী পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে। আইএলএস সিস্টেম নিয়েও আলোচনা হয়েছে। কারণ এই সিস্টেমটি পৃথকভাবে না করা গেলে সমস্যা হবে। কারণ বিমান বন্দর থেকে কিছুটা দূরে বাংলাদেশ সীমান্ত রয়েছে। তা নিয়ে একটি দাবি জানানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। সংসদ বিপ্লব কুমার দেব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকটা উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন বাংলাদেশে যে অব্যবস্থা তৈরি হয়ে আছে তাই এখন কোন রকম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আগে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবস্থা ঠিক হয়ে যাক। বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হওয়ার পরই ভারত সরকার চিন্তা করবে।
কারণ সরকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে যা যা করার সবকিছু করতে প্রস্তুত হয়ে আছে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার। এদিন সাংসদ বিপ্লব কুমার দেব উড়ান পরিষেবা উন্নত করা নিয়ে আগের সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে পছন্দ করেন, কিন্তু কমিউনিস্টদের সিস্টেম পছন্দ করেন না। ত্রিপুরার সবচেয়ে বেশি ক্ষতি করেছে তাদের এই দলীয় সিস্টেম। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কাজই করতে দেননি তারা। আয়োজিত বৈঠকে এদিন যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেসব সমস্যা কত দ্রুত সমাধান করার উদ্যোগ নিচ্ছে সরকার। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে বজায় রাখতে পর্যাপ্ত সিআইএসএফ নিয়োজিত রয়েছে কিনা সে বিষয়টি খোঁজখবর নিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। আরো জানা গেছে, যেসব স্টল বিমানবন্দরে মধ্যে রয়েছে সেগুলিতে অতিরিক্ত মূল্যবৃদ্ধি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা যাত্রী স্বার্থে আলোচনা করেছেন।