Thursday, July 10, 2025
বাড়িরাজ্যভারত চেম্বার অফ কমার্স এবং প্রতিরক্ষা মন্ত্রকের উৎপাদন বিভাগের বৈঠক হোটেল পলো...

ভারত চেম্বার অফ কমার্স এবং প্রতিরক্ষা মন্ত্রকের উৎপাদন বিভাগের বৈঠক হোটেল পলো টাওয়ারে

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১০ জানুয়ারি : ত্রিপুরা আত্মনির্ভর হওয়ার দিকে ফোকাস করে চলেছে। সারা দেশের সাথে আত্মনির্ভর হওয়ার প্রতিযোগিতায় সামিল হওয়ার পর এবার আরো এক সুযোগ ত্রিপুরার রাবার ইন্ডাস্ট্রি এবং ব্যাম্বুর কাছে এসেছে। শুক্রবার আগরতলা পোলো টাওয়ারে ভারত চেম্বার অফ কমার্স এবং প্রতিরক্ষা মন্ত্রকের উৎপাদন বিভাগের ‘ইভলভিং লোকাল থেকে ফোকাল – ফোকাস এমএসএমই উদ্যোক্তা’ বিষয়ক এক দিনের সচেতনতা শিবির হয়।

 বৈঠকে মূলত আলোচনা হয় ত্রিপুরার ব্যাম্বু এবং রাবারকে কাজে লাগিয়ে কিভাবে প্রতিরক্ষা মন্ত্রকের সাথে যুক্ত হতে পারে। বিগত দিনে এ ধরনের সুযোগ ত্রিপুরার জন্য কখনো আসেনি। ত্রিপুরায় প্রথমবার এ ধরনের বৈঠক হয়েছে এদিন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি রাজকুমার আগারওয়াল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা উৎপাদন বিভাগের প্রতিরক্ষা বিনিয়োগ ও করিডোর সেলের উপ-মহাপরিচালক অখিলেশ কুমার মিশ্র, ভারত চেম্বার অফ কমার্সের সচিব অভিক রায় সহ অন্যান্যরা। ভারত চেম্বার অফ কমার্সের সচিব অভিক রায় বলেন, ত্রিপুরায় প্রথমবার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রাবার ইন্ডাস্ট্রি এবং বাঁশ কাজে লাগিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের উৎপাদন বিভাগের সাথে জোড়ে যাওয়ার জন্য এটা বড় সুযোগ। এতে ত্রিপুরার আর্থিক বিকাশ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য