স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১০ জানুয়ারি : খোয়াই পাগলাবাড়ি বাজারে চোর সন্দেহে গণধোলাই দিল তিন ব্যক্তিকে। ঘটনা শুক্রবার বিকাল সাড়ে চারটা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, পাগলা বাড়ি এলাকায় এদিক-ওদিক একটি গাড়ি ঘোরাফেরা করছিল।
এলাকাবাসী সন্দেহ হতেই গাড়িতে থাকা তিন ব্যক্তিকে চোর সন্দেহে গণধোলাই দেয়। খবর পেয়ে ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে প্রাথমিক অবস্থায় চেবরি প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতরত দেখে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করেছে। আহত তিনজনের বাড়ি আগরতলা নতুননগর এলাকায়।