স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১০ জানুয়ারি : নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে গেল গন্ডাছড়া কন্ট্রাক্টর এসোসিয়েশনের অফিস ঘর। বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতিরা আগুন লাগিয়ে দেয় এই অফিস ঘড়টিতে। এলাকার লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুরে ছাই হয়ে যায় গন্ডাছড়া কন্ট্রাক্টর এসোসিয়েশনের অফিস ঘরটি।
শুক্রবার সকালে ঘটনাস্থলে ছুটে যান গন্ডাছড়া কন্ট্রাক্টর এসোসিয়েশনের সভাপতি রবি মোহন ত্রিপুরা, কোষাধ্যক্ষ অন্যরাম ত্রিপুরা সহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। গন্ডাছড়া থানার ওসি অসীম সরকার সহ বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে ছুটে যায়। এসোসিয়েশনের সভাপতি রবি মোহন ত্রিপুরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ১৪ সেপ্টেম্বর থেকে গন্ডাছড়া কন্ট্রাক্টর এসোসিয়েশনের পথ চলা শুরু হয়। তার আগে তারা আমবাসা কন্ট্রাক্টর এসোসিয়েশনের অন্তর্ভুক্ত ছিল। সম্প্রতি গন্ডাছড়া আর.ডি দপ্তরের অফিস সংলগ্ন স্থানে এসোসিয়েশনের নতুন অফিস ঘরটি নির্মাণ করা হয়। আগামী রবিবার নতুন অফিস গৃহের উদ্বোধন হওয়ার কথা ছিল। তার আগে বৃহস্পতিবার রাতে কে বা কাহারা নব নির্মিত অফিস ঘড়টিতে আগুন লাগিয়ে দেয়। এবং আসবাবপত্র সহ অফিস ঘরটি আগুনে পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার আসবাবপত্র আগুনে পুরে গেছে। তিনি আরো জানান এই বিষয়ে গন্ডাছড়া থানায় মামলা দায়ের করা হবে। তিনি ঘটনার সঠিক তদন্তক্রমে অভিযুক্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।