স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১০ জানুয়ারি : পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিপুরায় এসেছিলেন। তিনি বলেছিলেন একটি রুটি থেকে অর্ধেকটা রুটি পশ্চিমবঙ্গের মানুষ খাবে, বাকি অর্ধেকটা রুটি ত্রিপুরার মানুষ খাবে। কিন্তু ত্রিপুরার মানুষ অত্যন্ত বিচক্ষণ, দিদির যে রুটি, তা কুকুরকে খাওয়াবে সেটা ত্রিপুরার মানুষ ভালো করেই বুঝে গেছে। তাই ত্রিপুরা রাজ্যের মানুষ দিদির সঙ্গে যায়নি। তাই ত্রিপুরা মানুষ ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টির সরকারের পাশে এসেছে।
ত্রিপুরা মানুষ জানত ত্রিপুরাকে কমিউনিস্ট থেকে উদ্ধার করতে পারলে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করতে পারবে। নাম না করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই নিশানা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেব। শুক্রবার আগরতলা পুর নিগমের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এলাকার গুনীজনদের সম্মাননা প্রদান, কম্বল বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সংসদ বিপ্লব কুমার দেব আরো বলেন, উন্নয়ন যদি কেউ করতে পারে তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে। কমিউনিস্ট মানে উন্নয়নের বিপরীত দিকে চলা। সারাক্ষণ কমিউনিস্টরা ভাবে কিভাবে ত্রিপুরাকে লুটে বরবাদ করবে। কমিউনিস্ট নেতাকর্মীদের কটাক্ষ করে তিনি বলেন, বিভিন্ন সমিতির নাম করে চাঁদা আদায় করে এখন তাদের চেহারা সমিতির মতো হয়ে আছে। আরো বলেন এই কমিউনিস্টদের মুখে হাসি পর্যন্ত নেই, ভগবান এত সুন্দর একটি দেহ দিয়েছে, কিন্তু তারা এমনভাবে বসে থাকে যা নিয়ে হাসির খোরাক বানালেন বিপ্লব কুমার দেব। আয়োজিত অনুষ্ঠান শেষে গুণীজনদের চাদর পরিয়ে সংবর্ধনা দেন সংসদ বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পুরেটর সহ আগরতলা পুর নিগমের উত্তর জোনের জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা।