স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১০ জানুয়ারি : সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের জন্য নতুন লোগোর অনুমোদন দিয়েছে। রাজ্য সরকার ২০২৪ সালের ২৮ অক্টোবর রাজ্যের নয়া লোগো তৈরি করে কেন্দ্রীয় সরকারের নিকট প্রেরন করেছিল অনুমোদনের জন্য। সম্প্রতি এই নয়া লোগোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। নয়া এই লোগো নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।
এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন রাজ্যের নয়া লোগোতে রাজ্যের ঐতিহাসিক নিদর্শন সহ যে গুলি থাকা উচিত ছিল সেগুলিকে রাখা হয় নি। শুধুমাত্র গেরুয়া রং দিয়ে প্রতিক তৈরি করা হয়েছে। এই প্রতিকের মাধ্যমে রাজ্য সরকারের রুচি হীন মানসিকতার প্রকাশ পেয়েছে। এই প্রতিকের মধ্যে রাজনৈতিক মানসিকতার পরিচয় প্রকাশ পেয়েছে। অবিলম্বে এই নয়া লোগো পরিবর্তনের দাবি জানান তিনি।

