স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১০ জানুয়ারি : রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি সেইল টেক্স গেইটের অভ্যন্তরে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় একটি অক্সিজেন বোঝাই বুলেট গাড়ি থেকে অক্সিজেন বের হতে থাকে। অক্সিজেন বোঝাই বুলেট গাড়ি থেকে অক্সিজেন বের হওয়ার ফলে সেখানে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় প্রেমতলা দমকল বাহিনীর কর্মীদের।
দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দমকল বাহিনীর এক কর্মী জানান অক্সিজেন বোঝাই বুলেট গাড়িটিতে পরিমাণের চেয়ে কিছুটা বেশি অক্সিজেন ছিল। যার কারনে বুলেট গাড়ি থেকে অক্সিজেন বের হতে থাকে। পরবর্তী সময় ধাপে ধাপে অক্সিজেন বোঝাই বুলেট গাড়ি থেকে অক্সিজেন বের করে দেওয়া হয়।