স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৭ জানুয়ারি : আগরতলা কোর্ট চত্বরে মুহুরি অমিত আচার্য হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। ধৃত অভিযুক্তর নাম নয়ন মজুমদার। পেশায় সে একজন মুহুরি। গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ।
পশ্চিম আগরতলা থানার ওসি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান কোর্ট চত্বরে মুহুরি অমিত আচার্য হত্যার ঘটনায় ইতিপূর্বে বেশ কয়েকজন আইনজীবী ও মুহুরিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে নয়ন মজুমদার নামে আরও এক অভিযুক্তকে। বুধবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। এই ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছে। তাদেরকেও গ্রেপ্তারের প্রয়াস জারি রয়েছে বলে জানান তিনি।