স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৫ জানুয়ারি : সিপিআইএম কর্মীর বাড়িতে বোমা হামলায় অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনা বড়জলা বিধানসভা কেন্দ্রের অনঙ্গ নগর এলাকার তপন শীলের বাড়িতে। তপন শীল বিরোধী দলের সমর্থক। শনিবার রাতে দুষ্কৃতিকারীরা তপন শীলের বাড়ির উদ্দেশ্যে বোমা ছুঁড়ে। বোমা বাড়িতে না পড়ে দেওয়ালে পড়ে বিস্ফোরণ হয়।
দেওয়াল সহ একটি বিদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর খবর পেয়ে রবিবার সকালে এয়ারপোর্ট থানায় ছুটে যান এলাকার বিধায়ক সুদীপ সরকার। থানায় মামলা দায়ের করেন। পরে সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি জানান এলাকার শান্তির পরিবেশ নষ্ট করার জন্য দুষ্কৃতিকারীরা এই ঘটনা সংগঠিত করেছে। তাদের যাতে গ্রেপ্তার করে শাস্তি ব্যবস্থা করা হয় তার জন্য পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।