স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৫ জানুয়ারি : ভয়াবহ দুর্ঘটনা ঘটলো সিপাহীজলা অভয়ারণ্যের পিকনিক স্পটে। ঘটনা রবিবার দুপুরের নাগাদ। ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর থেকে প্রায় ২০ থেকে ২৫ জন পুরুষ মহিলা শিশুদের নিয়ে সিপাহীজলা অভয়ারণ্যে পিকনিক করতে যায়। পিকনিকের পর সেখান থেকে হৈ-হুল্লুর করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় এই ঘটনা সংগঠিত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে মেলাঘর থেকে একটি ট্রিপার গাড়িতে করে পিকনিকে এসেছিল। দুপুর বেলা খাওয়ার পর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গান বাজনার সাথে সাথে চলে তাদের আমোদ প্রমোদ।
আর এই আনন্দের সময় ঘটে গেল নিরানন্দ। গাড়িটির মধ্যে সকলে ওঠার পর আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়ির নিচে চাপা পড়ে যায় বহু মানুষ। এদিকে গাড়ি থেকে নেমে গাড়ি চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। কিন্তু আহতদের চিৎকার শুনে আশেপাশের পিকনিক করতে আসা মানুষ জঙ্গলে নেমে গাড়ির নিচ থেকে পুরুষ মহিলা ও কচিকাঁচাদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আসে। পরবর্তী সময়ে জানা যায় ঘটনায় আহত হয়েছে প্রায় ১৭ জন। আহতদের মধ্যে রয়েছে সিংহভাগ মহিলা এবং শিশু। তাদের চিকিৎসা শুরু হয়েছে মহাকুমা হাসপাতালে।
আহতদের মধ্যে রয়েছে গাড়ি চালকের স্ত্রী ও সন্তান। তারাও দুর্ঘটনায় আহত হয়েছে। যদি এই ধরনের পিকনিক নিয়ে রাজ্যে ঝুঁকি ক্রমশ বেড়ে চলেছে। কারণ অধিকাংশ পিকনিক স্পটেই পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং নিরাপত্তা কর্মী থাকছে না। ফলে আনন্দের মধ্যে নিরানন্দের ঘটনাও সংগঠিত হচ্ছে। উচ্ছৃংখলা তার কোন লাগাম না থাকায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। পরে ঘটনাস্থলে ছুটে যাচ্ছে পুলিশ প্রশাসন। ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।