Tuesday, January 7, 2025
বাড়িরাজ্যবেকার যুবক-যুবতীরা কৃষিকে হাতিয়ার করে ক্যারিয়ার নির্মাণ করছে : রাজীব

বেকার যুবক-যুবতীরা কৃষিকে হাতিয়ার করে ক্যারিয়ার নির্মাণ করছে : রাজীব

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৫ জানুয়ারি : গত আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যায় প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। তারপরও কৃষকদের যেভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে সহযোগিতা করে ফসল উৎপাদন করা হয়েছে তা দেখে তিনি নিজেকে ধন্য বলে মনে করছেন। পাশাপাশি কৃষিমন্ত্রী রতন লাল নাথকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি। রবিবার ত্রিপুরা এগ্রিকালচার গ্যাজুয়েট এসোসিয়েশনের ৫৩ তম বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত কনফারেন্সে সংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ সংগঠনের নেতৃত্ব।

ত্রিপুরা এগ্রিকালচার গ্যাজুয়েট এসোসিয়েশনের ৫৩ তম বার্ষিক কনফারেন্সে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, কৃষকদের অবস্থা রাজ্যে বর্তমানে এতটাই ভালো যে তারা সরকারি চাকরি পর্যন্ত করতে চান না। আরো বলেন, কৃষিকে হাতিয়ার করে বেকার যুবক-যুবতীরা যে ক্যারিয়ার নির্মাণ করতে পারে তারই অন্যতম উদাহরণ হল ত্রিপুরা রাজ্য। ২০১৮ সালের পর কৃষকদের মধ্যে আত্মনির্ভরতাও এসেছে। কারণ সরকার তাদের পাশে আছে বলে মনোবল বেড়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন পূর্বতন সরকারের সময় কৃষকদের মাঠ থেকে এনে রাস্তায় দাঁড় করিয়ে স্লোগান দিয়েছে। আর বর্তমানে কৃষকরা রাস্তা থেকে মাঠে গিয়ে প্রমাণ করছে কৃষকরা কিছু করতে পারে।

আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কৃষকদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো তাদের কাছ থেকে আজ ২৩ টাকা মূল্যে ধান ক্রয় করা হয়। কিন্তু ২০১৮ সালে যখন প্রথম ধান ক্রয় করা শুরু হয় তখন তাদের মধ্যে নেগেটিভ বার্তা দিয়েছিল বিরোধীদল। এবং তারা বলেছিল কৃষকরা ধান বিক্রি করলে সে টাকা সময়ের মধ্যে পাবে কিনা তারপর নিশ্চয়তা নেই। যদিও বর্তমান সরকার প্রমাণ করে দেখিয়েছে ধান বিক্রি করার এক সপ্তাহের মধ্যে কৃষকদের একাউন্টে টাকা চলে যাচ্ছে। এর মাঝে কোন দালাল বাণিজ্য নেই। পাশাপাশি বক্তব্য রেখে তিনি আরো বলেন, ত্রিপুরায় প্রধানমন্ত্রীর কৃষি সম্মান নিধি প্রকল্পে ১৮ তম কিস্তি পর্যন্ত ২ লক্ষ ৭৭ হাজার ৯২১ জন কৃষককে এ রাজ্যে সহযোগিতা করা হয়েছে। এবং এর প্রকল্প বাস্তবায়নের মূল কারিগর হিসেবে কাজ করছে সরকারি কর্মীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য