স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি : ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে শনিবার তিন ঘন্টা গণঅবস্থান সংগঠিত করা হয়। রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে এই গন অবস্থান সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের অন্যতম নেতৃত্ব তথা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ সহ অন্যান্যরা।
এক সাক্ষাৎকারে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ জানান, রাজ্যের ৩০ হাজার অনিয়মিত কর্মচারীর পক্ষ থেকে এইদিন প্যারাডাইস চৌমুহনীতে তিন ঘণ্টার গন অবস্থান সংগঠিত করা হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত হয়ে আসছে। বিভিন্ন স্তরে গিয়ে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য বহুবার সরকারের কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু সরকার কোন কর্ণপাতই করছে না। তাই আন্দোলনে নামা ছাড়া আর কোন পথ নেই অনিয়মিত কর্মচারীদের কাছে। তিনি আরো বলেন, অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিতকরনের স্কিম চালু করতে হবে। ২০১৮ সালের ৩০ জুলাই রাজ্যের অর্থ দপ্তর যে স্কিম বাতিল করে সার্কুলার জারি করেছে, সেই সার্কুলার প্রত্যাহার করতে হবে। অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা অবসরে চলে গেছেন তাদেরকে এককালীন ১০ লক্ষ টাকা করে দিতে হবে।