স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর : প্রতারণার অভিযোগে ধর্মনগর থানার পুলিশ গ্রেপ্তার করল নূর আহমেদ নামে এক ব্যক্তিকে। তার বাড়ি ধর্মনগরের লাতুগাও এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় কাঞ্চনপুর মহকুমার আনন্দ বাজার এলাকার ব্যবসায়ী মৃনাল মহিষ্য দাসকে কম মূল্যে চাল দেওয়ার প্রস্তাব দিয়ে ফোন করে এক ব্যক্তি। ঐ ব্যক্তি আগাম অনলাইনে কিছু টাকাও দাবি করে। কিন্তু মৃণাল মহিষ্য দাস আগাম টাকা দিতে অস্বীকার করে। সে স্পষ্ট জানিয়ে দেয় চাল নেওয়ার সাথে সাথে সে টাকা দিয়ে দেবে। সোমবার সকালে মৃণাল মহিষ্য দাস চাল নেওয়ার জন্য একটি গাড়ি নিয়ে ধর্মনগর শহরে আসেন। তখন ঐ ব্যক্তি মৃণাল মহিষ্য দাসের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে গাড়িতে চাল লোড করার কথা বলে গাড়িটি তার সাথে নিয়ে যায়। মৃণাল মহিষ্য দাস ঐ ব্যক্তির ছবি তুলে রাখেন নিজের মোবাইলে।
ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও গাড়িতে চাল লোড না করায় মৃণাল মহিষ্য দাস ঐ ব্যক্তির মোবাইলে কল করেন। কিন্তু দেখা যায় ঐ ব্যক্তির মোবাইলের সুইচ অফ। তখন মৃণাল মহিষ্য দাস বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। তিনি কালবিলম্ব না করে ছুটে যান ধর্মনগর থানায়। থানায় অভিযোগ দায়ের করার পর মৃণাল মহিষ্য দাসের মোবাইলে তুলে রাখা ছবির সুত্র ধরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃত প্রতারকের নাম নুর আহমেদ। বাড়ি ধর্মনগরের লাতুগাও এলাকায়। ধর্মনগর থানার ওসি স্মৃতি কান্ত বর্ধন জানান গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। অভিযুক্ত প্রতারককে তার লাতুগাও এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ধৃত প্রতারক উত্তর জেলায় আরো মানুষের সাথে প্রতারণা করেছে। এইদিন প্রতারক নূর আহমেদের কাছ থেকে উদ্ধার হয়েছে ব্যবসায়ী মৃণাল মহিষ্য দাসের কাছ থেকে নেওয়া নগদ টাকা।