স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর : সীমান্তে কড়া নজরদারি থাকার পরেও বন্ধ নেই মানব পাচার। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করার দায়ে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে ধরা পরল এক বাংলাদেশী নাগরিক সহ এক দালাল। ঘটনা কৈলাশহর থানার অন্তর্গত সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়।
ধৃত বাংলাদেশি নাগরিকের নাম সুজন আলমিক, তার বয়স ১৯, বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায়। আর ধৃত দালালের নাম মতিলাল মুন্ডা। তার বাড়ি কৈলাশহরের মনু ভ্যালি এলাকায়। রাতে টহল দারীর সময়ে বিএসএফের হাতে ধরা পড়ে তারা। সোমবার বিকেলে বিএসএফের পক্ষ থেকে এই বাংলাদেশি নাগরিকসহ দালালকে তুলে দেয় কৈলাসহর থানার পুলিশের হাতে।