স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : শনিবার রাতে রাজধানীর কাসারি পট্টি এলাকায় সিপিআইএম-এর দুই সক্রিয় কর্মীর বাড়িতে হামলা চালায় এক দল দুষ্কৃতি। সকালে আক্রমণের খবর পেয়ে সিপিআইএম জেলা কমিটির সম্পাদক রতন দাস, সদর মহকুমা নেতৃত্ব মনোজিৎ ঘোষ এবং সঞ্জয় দাস সহ পার্টি কর্মীরা আক্রান্তদের বাড়িতে গিয়ে সরেজমিনে আক্রমণের ঘটনা সম্পর্কে খোঁজখবর করেন।
উভয় পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দেন। তারপর এই ঘটনার প্রতিবাদে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করে সিপিআইএম কর্মী সমর্থকরা। এইদিন সিপিআইএম কর্মী সমর্থকরা প্রথমে পূর্ব আগরতলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন বিধায়ক রতন দাস। রতন দাস জানান শনিবার রাতে সিপিআইএম সদর বিভাগীয় কমিটির সদস্য সঞ্জীব সাহা এবং শহর লোকাল কমিটির সদস্য সুবীর দেব-এর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা হামলা চালায়। বর্তমানে অসুস্থ শয্যাশায়ী সুবীর দের মা কে পর্যন্ত গালিগালাজ করে। সিপিআইএম করা যাবে না বলে হুমকি দেওয়া হয়। মানিক সরকারের দালাল বলে গালি দেয়া হয়।
আক্রমণের ঘটনা পুলিশকে জানালে পুলিশ আসে, কিন্তু পুলিশের সামনেই আক্রমণ চলতে থাকে, পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করেনি। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের সামনে দুষ্কৃতিরা এই হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও জানান দুষ্কৃতিদের নাম জানে সকলে। তিনি দাবি জানান অবিলম্বে যেন দুষ্কৃতিদের গ্রেপ্তার করা হয়। এবং তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন থেকে মাত্র ১০০ থেকে দেড়শো মিটার দূরে এই ঘটনা সংঘটিত হয়েছে। রাজ্যের নিরাপত্তা থাকলে কি এ ধরনের ঘটনা ঘটতে পারে? তা নিয়ে প্রশ্ন করলেন তিনি।