স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর : ২৭ ডিসেম্বর জনশিক্ষা দিবস। প্রতিবছরের মতো এ বছরও সিপিআইএম রাজ্য কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জনশিক্ষা দিবস। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর, তিনি বলেন ১৯৪০ সাল থেকে রাজ্যে তাদের দল কাজ করে চলেছে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার সেটা বুঝতে পেরে তৎকালীন সময়ে জনশিক্ষা আন্দোলন শুরু হয়েছিল। এর সাথে খাদ্য ও বাসস্থানের জন্য আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু তখন রাজন্য শাসন তাদের বিরুদ্ধে আক্রমণ নামে আনে।
তাদের উপর নির্মম অত্যাচার শুরু করে। কিন্তু তারপরেও আন্দোলনের তীব্র গতি রুখে দিতে পারেনি তারা। প্রতিষ্ঠিত হয় জনশিক্ষা। তিনি আরো বলেন ২০২৪ সালের শেষ প্রান্তে এসে দেশের কিছু রাজনৈতিক দল শিক্ষাকে বেসরকারীকরণের হাতে তুলে দিয়ে গর্ব করার চেষ্টা করছে। এবং যারা আজ জনজাতিদের গ্রেটার তিপরাল্যান্ড নিয়ে দাবি করছে তৎকালীন সময়ে তাদের অস্তিত্ব ছিল না। এমনটাই বললেন তিনি। এদিন জন শিক্ষা দিবসের পাশাপাশি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং -এর প্রতি গভীর শ্রদ্ধা এবং শোক জ্ঞাপন করা হয়। অপরদিকে ৮০ তম জনশিক্ষা প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় জি এম পি, টি ওয়াই এফ, টি এস ইউ -র কৃষ্ণনগর অঞ্চল কমিটির উদ্যোগে। আগরতলা কর্নেল চৌমুহনি এলাকায় এই জনশিক্ষা দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন জিএমপির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী নরেশচন্দ্র জমাতিয়া, সিপিএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।