স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর : প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ৭ রামনগর মন্ডল কার্যালয়ে। পাশাপাশি এই দিনের অনুষ্ঠানে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র দান ও করা হয় ৩৫ নং পৌর ওয়ার্ডের উদ্যোগে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্যী সহ অন্যান্যরা।
বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, রামনগরের প্রয়াত বিধায়ক সুরজিত দত্তের সাথে এলাকার প্রত্যেক পরিবারের একটি নিবিড় সম্পর্ক ছিল। তিনি সকলের খোঁজ খবর রাখতেন। তিনি ব্যক্তিগত এবং দৈহিকভাবে থাকতে না পারেন, কিন্তু তিনি সবার পাশে রয়েছেন। তিনি প্রয়াত হওয়ার পর তাঁর আশীর্বাদ নিয়ে অসমাপ্ত কাজগুলি জনগণের জন্য করার চেষ্টা করছেন বলে জানান মেয়র। তিনি আরো বলেন আগামী দিন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের দেখানো পথেই রামনগরবাসীর জন্য কাজ করে যাবেন।