Thursday, March 20, 2025
বাড়িরাজ্যচুরি শতবর্ষ প্রাচীন সাব্রুমের মাতা দৈত্যেশ্বরী কালী মন্দিরে

চুরি শতবর্ষ প্রাচীন সাব্রুমের মাতা দৈত্যেশ্বরী কালী মন্দিরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর : আবারো চুরি শতবর্ষ প্রাচীন সাব্রুমের মাতা দৈত্যেশ্বরী কালী মন্দিরে। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে।পুলিশ ইতিমধ্যেই চুরির অভিযোগে মামলা নিয়ে তিনজন চোরকে শনাক্ত করতে পেরেছে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে পুরোহিত  মন্দিরে গিয়ে দেখতে পান কালীমন্দিরের দরজা ভাঙ্গা। সাথে সাথেই খবর দেওয়া হয় সাব্রুম থানায়।  সাব্রুম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। 

 দরজা খুলতেই দেখা যায় মাতা দৈত্যেশ্বরী মায়ের  স্বর্ণালংকার গুলি নেই। মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয় আনুমানিক 25 ভরির বেশি স্বর্ণালংকার এবং বেশকিছু রুপোর গহনা ও নগদ প্রায় ২০ হাজার টাকা চুরি হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো এর আগেও বহুবার সাব্রুমের দৈত্যেশ্বরী মন্দিরের স্বর্ণালংকার গুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠেছিল। সব্রুমের জনগণের দাবি ছিল এই স্বর্ণালংকার গুলি মন্দিরে একটি ট্রাস্ট গঠন করে সাব্রুমের মহকুমা শাসকের হেফাজতে অথবা ব্যাংকের লকারে রাখার জন্য।

 কিন্তু কোন এক অজ্ঞাত কারণে মন্দির পরিচালন কমিটি এই স্বর্ণালংকার গুলি কোনরকম নিরাপত্তা ছাড়া মায়ের মন্দিরে রেখে দিয়েছিল। শতবর্ষ প্রাচীন এই মন্দিরের স্বর্ণালংকার সহ চুরির ঘটনায় পুলিশ একটি মামলা হাতে নিয়েছে এবং সিসি ক্যামেরায় তিনজন কুখ্যাত চোরকে সনাক্ত করতে পেরেছে পুলিশ তবে তাদের এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য