Friday, June 13, 2025
বাড়িরাজ্যবিরোধীদের চোখের ছাউনি অপারেশন করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

বিরোধীদের চোখের ছাউনি অপারেশন করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ডিসেম্বর : বিরোধীদের চোখের ছাউনি অপারেশন করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীদের চোখের ছাউনি আগে অপারেশন করতে হবে।

তারপর তারা উন্নয়ন চোখে দেখতে পারবে। বহিঃরাজ্য থেকে মানুষ রাজ্যে আসছে। রাজ্যের উন্নয়ন দেখে বহিঃরাজ্যের মানুষ নিজেদের অভিমত প্রকাশ করছে। অথচ বিরোধীরা বলছে রাজ্যের উন্নয়ন হচ্ছে না। উল্লেখ্য, রাজ্যে প্রধান বিরোধীদল সিপিআইএম এবং কংগ্রেসের দাবি বর্তমান সরকারের আমলের সবচেয়ে বেশি দুর্নীতি হয়ে চলেছে। এবং এ দুর্নীতিতে সরাসরি যুক্ত শাসনকালে নেতা মন্ত্রী। এই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী উন্নয়ন প্রসঙ্গে এই কথা বললেন এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য