স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ডিসেম্বর : দুধ মাংস এবং ডিমের স্বয়ংবর করার জন্য বদ্ধপরিকর রাজ্য সরকার। তিন মাস অন্তর অন্তর পর্যালোচনামূলক বৈঠক করে চলেছেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে জেলা ভিত্তিক বৈঠক করে হয়। বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার, বিধায়ক রতন চক্রবর্তী, ত্রিপুরা জেলা শাসক ডঃ. বিশাল কুমার, মৎস্য দপ্তরের আধিকারিকগণ, প্রানী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকগণ এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকগণ।
মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মৎস্য দপ্তর, প্রানী সম্পদ বিকাশ দপ্তর এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের গত তিন মাসের কাজকর্ম খতিয়ে দেখা হয়েছে। এবং এই বৈঠক জেলাভিত্তিক। এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো ২০২৪-২৫ অর্থবছরে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তার কতটা পূরণ হয়েছে। বিশেষ করে রাজ্যে মাছ, মাংস এবং ডিম সহ দুধে উৎপাদন কতটা বেড়েছে সেসব বিষয়ে খতিয়ে দেখা হয়। একই সঙ্গে এস সি ওয়েল ফেয়ার দপ্তরের প্রকল্প কতটা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে সে বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। আগামী দিন কিভাবে উৎপাদন বাড়ানো যায় সে বিষয়ে গুরুত্ব দিতে নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের কর্মীদের বলে জানান মন্ত্রী।