স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : মধুপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার কুখ্যাত মানব পাচারকারী ও বিভিন্ন মামলায় অভিযুক্ত। জানা যায়, সে মানব পাচারকারী এবং বিভিন্ন অপরাধ জনিত মামলায় অভিযুক্ত। তার বাড়ি দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের নোয়াবাড়ি এলাকায়। ধৃতের নাম সমর দ্বীপ বর্ধন ওরফে সাগর। তাকে গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তার পুলিশের হাতে। তার বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন যাবত মধুপুর থানার পুলিশ তাকে গ্রেফতারের জন্য জাল পেতে রেখেছিল।
শেষ পর্যন্ত সোমবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় উৎপেতে বসে থাকে এবং জাল বিস্তার করে পরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে মঙ্গলবার দুপুরবেলা অভিযুক্ত সমর দ্বীপ বর্ধন উরফে সাগরকে বিশালগড় মহকুমা আদালতে তুলে। এদিকে পুলিশ জানায় মানব পাচারকারী সহ বিভিন্ন অপরাধজনিত মামলা তার বিরুদ্ধে রয়েছে। পুলিশ অনেক আগে থেকেই তার বিরুদ্ধে মামলা হাতে নিয়ে জাল পেতে রেখেছিল। পুলিশ মারফত খবর অভিযুক্ত সমর দ্বীপ বর্ধন এলাকার মধ্যে দীর্ঘদিন যাবত একটি গ্যাংয়ের সাথে জড়িত হয়ে অপরাধ জনিত কাজ চালিয়ে আসছে। শুধু তাই নয় সাধারণ মানুষকে রাস্তায় দাঁড় করিয়েছে অস্ত্র দেখিয়ে লুটপাট, ছিনতাই সহ অপরাধ জনিত কাজ করেছে বলে অভিযোগ। যদিও মধুপুর থানার পুলিশ তার বিরুদ্ধে কয়েকটি মামলা হাতে নিয়ে অনেকদিন গ্রেফতারের উদ্দেশ্যে মাঠে নেমেও তার টিকির নাগাল পায়নি। অবশেষে সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।