Saturday, January 18, 2025
বাড়িরাজ্যপ্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে লক্ষ লক্ষ টাকার ওষুধ মেয়াদ উত্তীর্ণ, অভিযোগ উঠেছে স্বাস্থ্য...

প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে লক্ষ লক্ষ টাকার ওষুধ মেয়াদ উত্তীর্ণ, অভিযোগ উঠেছে স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : রাজ্যের বর্তমান সরকার স্বাস্থ্য ব্যবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। মানুষের হাতের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর বর্তমান রাজ্য সরকার। জায়গায় জায়গায় স্থাপন করা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র গুলি থেকে মানুষকে বিনামূল্যে ঔষধ প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু একাংশ স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকের গাফিলতির ফলে সরকারের সকল উদ্যোগ ব্যর্থ হচ্ছে বারে বারে।

 এইবার সরকারি সাপ্লাইর ঔষধ ফেলে দেওয়া হল ডাস্টবিনে। ঘটনা আগরতলা পুর নিগমের ৩৭ নং ওয়ার্ডের অধিন আশ্রম পাড়া আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ধরা পড়ে হাজার হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেলে দেওয়া হল ডাস্টবিনে। সঠিক সময়ে এই ঔষধ রোগীদের প্রদান করা হলে একদিকে যেমন সরকারের হাজার হাজার টাকা অপচয় হতো না, তেমনি অপরদিকে মানুষও উপকৃত হতো। কিন্তু আশ্রম পাড়া আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের গাফিলতির কারনে হাসপাতালের স্টোরে থাকতে থাকতে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে হাজার হাজার টাকার ঔষধ। ফলে সেই ঔষধ ফেলে দেওয়া হল ডাস্টবিনে। স্থানীয় এক ব্যক্তি জানান সরকারি হাসপাতাল স্থাপন করা হয় মানুষের স্বার্থে। সরকারি হাসপাতাল থেকে মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ঔষধ পাবে এটাই স্বাভাবিক। কিন্তু দেখা গেল আশ্রম পাড়া আরবান প্রাথিক স্বাস্থ্য কেন্দ্রে লক্ষাধিক টাকার ঔষধ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ফলে সেই ঔষধ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে।সরকার হাসপাতালে বিনামূল্যে ঔষধ সরবরাহ করে থাকে সাধারন মানুষের জন্য। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে প্রয়োজন মোতাবেক মানুষের কাছে সেই ঔষধ পৌঁছে দেওয়া হলে ঔষধ আর মেয়াদ উত্তীর্ণ হয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আশ্রম পাড়া আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোন ঔষধ যদি বেশি পরিমাণে মজুত থেকে থাকে, তাহলে স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা দপ্তরের সাথে কথা বলে সেই ঔষধ ফিরিয়ে দিতে পারতো। তাহলে সরকারি টাকায় ক্রয় করা লক্ষাধিক টাকার ঔষধ আর নষ্ট হতো না। এখন দেখার দপ্তর বিষয়টি কতটা গুরুত্ব সহকারে দেখে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য