Friday, January 24, 2025
বাড়িরাজ্যভোক্তা আইন সম্পর্কে সচেতন থাকতে হবে, ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

ভোক্তা আইন সম্পর্কে সচেতন থাকতে হবে, ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : খাদ্য দপ্তর উদ্যোগে পালন করা হল জাতীয় ভোক্তা দিবস। রাজধানীর প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় ভোক্তা দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরারা। জাতীয় ভোক্তা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ভোক্তারা প্রতিদিন প্রতারিত হচ্ছে। ন্যায্য মূল্যের থেকে অধিক মূলে সামগ্রী ক্রয় করেছে ভোক্তারা।

কিন্তু ভোক্তারা প্রতিবাদ করে না। প্রশাসনের পক্ষে প্রতিদিন বাজারে অভিযান চালানো সম্ভব নয়। তাই সবেচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জন সচেতনতা। যান দুর্ঘটনা রোধ করার জন্যও প্রয়োজন জন সচেতনতা। তাই আগামিদিনে ২৫ টি কলেজে সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হবে। মূলত নেশা মুক্ত ত্রিপুরা গড়া, যান দুর্ঘটনার লাগাম টানা ও ভোক্তাদের সচেতন করতে এই সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হবে। উচ্চ শিক্ষা দপ্তরের সহযোগিতা নিয়ে এই সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হবে।

 আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে লাগাতার অভিযোগ উঠছে খবরের কাগজে। অভিযোগ প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে চলেছে। তাই রাজ্য সরকার ই সি অ্যাক্ট পরিবর্তন করতে চায়, কিন্তু এটা পরিবর্তন করা সহজ নয়। কারণ এটা ভারত সরকারের একটি আইন। ভারত সরকার যতক্ষণ না পর্যন্ত এই আইন পরিবর্তন করতে পারবে, ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকার এ আইন সংশোধন করতে পারবে না। তারপরও যদি সংশোধন করতে হয় তাহলে রাষ্ট্রপতি থেকে অনুমতি আনতে হবে। এটা সময় সাপেক্ষ বিষয় বলে দাবি করলেন মন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য