স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : প্রতিদিন বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো ছাত্র-ছাত্রীদের কাছে বড় প্রয়োজন হয়ে উঠেছে। না হলে বছরের পর বছর শুধুমাত্র উন্নয়নের ভাষণের শোনতে পাচ্ছে, বাস্তব পরিলক্ষিত করছে না সরকার। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে গেলে পরিলক্ষিত হয় উন্নত শিক্ষা ব্যবস্থার নমুনা। মঙ্গলবার বাগবাসা স্থিত বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন দাবিকে সামনে রেখে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনে সামিল হল পড়ুয়ারা। জানা যায়, সোমবার সকাল থেকে ধর্মনগর মহাকুমাধীন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা আন্দোলনে সামিল হয়েছে। সোমবারের পর মঙ্গলবারও তাদের আন্দোলন জারি রয়েছে।
বিদ্যালয়ের এক ছাত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় তাদের বিদ্যালয় থেকে কিছুদিন পূর্বে অর্পিতা নাথ নামে এক শিক্ষিকাকে অন্যত্র বদলি করা হয়েছে। সেই শিক্ষিকাকে পুনঃরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে। বিদ্যালয়ের চার পাশে দেওয়াল নেই, দেওয়াল দিতে হবে। বিদ্যালয়ে প্রাধান শিক্ষক দিতে হবে। বিদ্যালয়ে একটি ডাইনিং হল নির্মাণ করতে হবে। বর্তমানে ডাইনিং হল না থাকায় বিদ্যালয়ের পড়ুয়াদের গাছের নিচে বসে মিড-ডে-মিল খেতে হয়। এই দাবি গুলিকে সামনে রেখে তারা আন্দোলনে সামিল হয়েছে। অবিলম্বে সমস্যাগুলো নিরসন না হলে তারা আন্দোলন থেকে পিছু পা হবে না। কারণ এ বিষয়ে আজও বহুবার উদ্বোধন করতে পক্ষকে তারা অবগত করেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই স্কুলের তালা দিতে তারা বাধ্য হয়েছে বলে জানায়। খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে কোনো শিক্ষা দপ্তরের অধিকারিক পৌছায়নি। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তাদের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার হয়নি ছাত্র-ছাত্রীদের।