স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : সম্প্রীতি পার্লামেন্টে সংবিধানের জনক সংবিধান প্রণেতা বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কিত মন্তব্য করেছেন। তা নিয়ে রাজনৈতিক ময়দান গরম করছে কংগ্রেস। অভিযোগ সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, ‘‘এখন এক ফ্যাশন হয়েছে— অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।
’’ মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে বাবা সাহেব আম্বেদকর সম্মান যাত্রার আয়োজন করা হয়। সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রভারি প্রবীর চক্রবর্তী, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্ব।
যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র সমালোচনা করে বলেন, পার্লামেন্টে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুরুচিকর মন্তব্য করে বাবা সাহেব আম্বেদকরকেই শুধু অপমান করেননি, অপমান করেছেন দেশের সংবিধানকেও। কারণ এই সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরই। তাই দাবি করা হচ্ছে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাতে পদত্যাগ করেন। পাশাপাশি তিনি যাতে দেশবাসীর কাছে ক্ষমা চায়। এমনটাই জানান তিনি। তারপর পদযাত্রা শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে।