স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : দুমাস ধরে বেতন-বঞ্চনার শিকার করছেন জিবি হাসপাতালের সুলভ কর্মীরা। শুধু তাই নয় তাদের বেতন গত কয়েক বছরে বৃদ্ধি পায়নি। তাই মঙ্গলবার সকাল থেকে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের নেতৃত্বে বিক্ষোভে শামিল হয়। এদিন দীর্ঘক্ষণ জিবি হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, দীর্ঘ দুইমাস তারা তারা বেতন পাচ্ছে না। তাদের মূল বেতন ৯ হাজার টাকা হলেও পিএফ কেটে ৭১০০ টাকা তারা পায়। যে সংস্থার ঠিকাদারের অধীনে তারা কাজ করেন, উনার সাথে কথা বললে তিনি জানিয়ে দেয়, এখন পর্যন্ত সরকারি বিল পায়নি। তাই তাদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না।
কিন্তু তাদের পরিবার পরিচালনা করা কষ্টকর হয়ে হচ্ছে। আর ৬ দিন পর তিন মাস হবে। বেতন নিয়ে অনিশ্চয়তায় ভুগছে তারা। তাদের দাবি প্রতি মাসে ১০ তারিখের মধ্যে যাতে বেতন দেওয়া হয়। পাশাপাশি তাদের আরো একটি দাবি হলো, দৈনিক মজুরি তাদের ৪৩৩ টাকা করে দেওয়ার জন্য। কারণ জিনিসপত্রের দাম বেড়েছে। এই বেতন দিয়ে তারা সংসার পরিচালনা করতে হিমশিম খায়। এদিকে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের নেতৃত্ব বলেন , জিবি হাসপাতাল এবং ক্যান্সার হাসপাতালে মোট নয় শতাধিক সুলভ কর্মী রয়েছেন যারা বহিরাজ্যের সংস্থার অধীনে কর্মরত। তারা গত অক্টোবর এবং নভেম্বর মাসের বেতন পায়নি। আর কয়েকদিন পরই জানুয়ারি মাস। কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা তেমন কোন আশ্বাস দিতে পারেনি। তাদের কথাবার্তায় বুঝা যাচ্ছে আগামী জানুয়ারি মাসে সুলভ কর্মীরা তিন মাসের মধ্যে এক মাসের বকেয়া টাকা পেতে পারে।
এভাবে চলতে থাকলে তারা বড়সড়ো সমস্যায় পড়বে। এবং এভাবে বকেয়া টাকা রেখে যেকোনো সময় আউটসোর্সিং সংস্থা রাজ্য থেকে পালিয়ে যেতে পারে। এর কোন নিশ্চয়তা নেই। তাই পশ্চিম ত্রিপুরা জেলাশাসক, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা, হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট এবং শ্রম দপ্তরের অধিকার্তার কাছে। তাদের সাথে এ বিষয় নিয়ে কথা বলার সুযোগ চাওয়া হয়েছে। দু’একদিনের মধ্যে না দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান সংগঠনের রাজ্য প্রভারী তনুজ সাহা। তিনি আরো জানান আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।