স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : আক্রান্ত সিপিআইএম কর্মী। আহত সিপিআইএম কর্মীর নাম লিটন ত্রিপুরা। ঘটনা রবিবার রাতে রাজনগর বিধানসভা কেন্দ্রের ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের সুপারিখলা এলাকায়। সুপারিখলা বাজার থেকে রাতের বেলায় বাড়িতে যাওয়ার সময় লিটন ত্রিপুরার উপর আক্রমণ করে বিজেপি সমর্থক লিটন দাস, অভিষেক দেবনাথ ও ধনেশ্বর দেবনাথ।
এতে আহত হয় লিটন ত্রিপুরা। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় নিহারনগর প্রাথমিক হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় দক্ষিন জেলা হাসপাতালে। লিটন ত্রিপুরার মাথায় ৫ টি সিলি দিতে হয়েছে। সোমবার আহত লিটন ত্রিপুরার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেন এলাকার প্রাক্তন বিধায়ক সুধন দাস ও দলের নিহারনগর অঞ্চল কমিটির সম্পাদক অমৃত লাল দাস। সুধন দাস ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।