স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর আগরতলা আদালত চত্বরে মুহুরি অমিত আচার্য-র উপর হামলা হয়েছিল। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অমিত আচার্য-র। পরবর্তী সময় মৃত অমিত আচার্য-র বাবা পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে দফায় দফায় ৬ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে চার জন আইনজীবী ও দুইজন মুহুরি ছিল।
সোমবার এই মামলায় পশ্চিম আগরতলা থানার পুলিশ আরও একজন আইনজীবীকে গ্রেপ্তার করে। পশ্চিম আগরতলা থানার ওসি জানান ধৃত আইনজীবীর নাম বিভাস দেববর্মা। সে ঘটনার পর থেকে পলাতক ছিল। সোমবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বিভাস দেববর্মাকে। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত আইনজীবী বিভাস দেববর্মাকে আদালতে সোপর্দ করবে পুলিশ। এই মামলায় আরও কয়েকজন অভিযুক্ত পলাতক রয়েছে। তাদেরকে জালে তোলার প্রয়াস জারি রয়েছে বলে জানান তিনি।