স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : গত ২১ ডিসেম্বর রাজ্যে শান্তিপূর্ণভাবে এন ই সি বৈঠক সম্পন্ন হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল এন ই সি বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু বিরোধীরা অপপ্রচার করছে এন ই সি বৈঠক দ্বারা রাজ্যের অর্থ অপচয় হয়েছে, আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। তাদের উদ্দেশ্যে প্রশ্ন আগেও তো সরকার ছিল, তখন সমৃদ্ধশালী ত্রিপুরা হিসেবে ভারতবর্ষের মানচিত্রে তুলে ধরার জন্য কোন প্রয়াস সে সময় করে নি।
বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং উন্নত করে ভারতবর্ষের মানচিত্রে তুলে ধরার জন্য বিভিন্ন প্রচেষ্টা করে চলেছে। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সহ সমস্ত অতিথিদের অভিনন্দন জানানো হচ্ছে। কারণ পার্বত্য রাজ্য ত্রিপুরাটি তারা এন ই সি বৈঠকের জন্য বেছে নিয়েছেন। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য। তিনি আরো বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে ৬৬৮.৩৯ কোটি টাকার ১৩ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।