Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যযুব সমাজকে বিপথে পরিচালনা করার চেষ্টা চলছে : সাংসদ

যুব সমাজকে বিপথে পরিচালনা করার চেষ্টা চলছে : সাংসদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর :  আমাদের কাছে বহু চ্যালেঞ্জ ও ঘাত প্রতিঘাতের জন্য রাস্তা তৈরি হয়ে গেছে। মোকাবিলা করতে হবে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে নবীন বরণ অনুষ্ঠানে এই কথা বললেন সংসদ রাজীব ভট্টাচার্য। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বীর বিক্রম মেমোরিয়াল কলেজের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

 নবীন বরণকে কেন্দ্র করে কলেজের পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এইদিনের নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন পুথিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি এই সমাজ পরিবেশ ও রাষ্ট্রকে রক্ষা করতে হবে। লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। লক্ষ্য ভ্রষ্ট হলে আগামীর রাস্তা কঠিন হয়ে যাবে। ঋষি মনিষীদের পথ অনুসরণ করলে লক্ষ্য স্থির করা যাবে। তিনি আরো বলেন যুব সমাজ দেশের ও রাজ্যের ভবিষ্যৎ। তাদের বিপথে পরিচালনা করার একটা প্রচেষ্টা শুরু হয়েছে। এর থেকে সবসময় সচেতন থাকতে হবে।

পাশাপাশি নেশা মুক্ত ত্রিপুরার প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজ্যকে নেশা মুক্ত করতে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে এগিয়ে আসতে হবে। এর জন্য যা যা করার সরকার করবে। কিন্তু সরকার শুধু সিদ্ধান্ত গ্রহণ করলে চলবে না। নেশা মুক্ত ত্রিপুরা এবং সমৃদ্ধশালী ত্রিপুরা গড়তে ছাত্রছাত্রীদেরও এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। এন ই সি বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে এন ই সি বৈঠক করার মূল উদ্দেশ্য হলো ত্রিপুরাকে ফোকাস করা। কিন্তু এটা অনেকের পজেটিভ ভাবে দেখছে না। নেগেটিভ চিন্তাধারা নেই কেউ কেউ দাবি করছে এন ই সি বৈঠকে ত্রিপুরার অর্থ ব্যয় হয়েছে। এর সমালোচনা করলেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য